চি-র দমে বৌ আনো : বৌচি খেলা

Bangladeshi Outdoor Game- 7teen

“চি” উচ্চারণ করে এক দমে বৌ ফিরিয়ে আনার যে খেলা সেটাই বৌচি। বৌচি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। চলো জেনে নিই কিভাবে বৌচি খেলতে হয়।

দল গঠন :

দল গঠন করার সময় দুজনকে রাজা বানানো হয়। বাকিরা জোড়ায় জোড়ায় নাম ডেকে আসে। নিজেদের মধ্যে ফুল বা ফল ভাগ করে নেয় তারা। এবারে কোনো এক জোড়া দুজন রাজাকে ছন্দ বলে “ডাক ডাক বেলী” রাজারা তার উত্তরে ছন্দ মিলায় “আমরা সবাই খেলি”। সাথে সাথে এক জোড়া প্রশ্ন করে যেমন “কে নিবে আম, কে নিবে আপেল”। রাজারা নিজেদের মধ্যে আম ও আপেল ভাগ করে।যে রাজা আম বেছে নেয় তার পক্ষে যে খেলোয়াড়ের নাম আম ছিল সে তার পক্ষে যায়। এভাবেই সবার মধ্যে দুটি দল গঠন করা হয়।

দাগের ঘর বানানো ও প্রস্তুতি :

মাঠের এক প্রান্তে গোল বৃত্ত আঁকা হয়। অন্য প্রান্তে লম্বা দাগ টানা হয়। পক্ষ দলের একজনকে বৌ নির্বাচন করে গোল ঘরে রাখা হয়। এবং বাকিরা লম্বা দাগের ভেতরে থাকে। বিপক্ষ দল মাঠের চারপাশে ছড়িয়ে পড়ে।

মূল খেলা :

পক্ষ দলের একজন দম নিয়ে “চি…..” বলতে বলতে দাগ (ঘর) থেকে বের হয়। সে বিপক্ষ দলকে ছোয়ার চেষ্টা করবে। বিপক্ষ দল তার থেকে বাঁচার চেষ্টা করবে এবং যে বের হয়েছে তার দম ছাড়ার অপেক্ষা করবে। কারণ পক্ষ দলের লোক দম ছেড়ে দিলেই বিপক্ষ দল তাকে পাল্টা ছোঁয়ার চেষ্টা করবে। তাই পক্ষ দল থেকে যে বের হয়েছে সে এক দমে বৌকে ছুয়ে ঘরে ফিরে আসবে। দম ছুটে গেলেও পক্ষ দলের মানুষ ছুটে ঘরের ভেতর চলে গেলে সে নিরাপদ।কিন্তু তার আগেই বিপক্ষ দল তাকে ছুয়ে ফেল্লে সে বাদ পরে যায় তারপর পক্ষ দলের অন্য একজন নতুন করে ঘর থেকে বের হয়। বৌকে ছোঁয়া হয়ে গেলে বৌ হেঁটে হেঁটে ঘরে ফিরে আসবে। এরই সাথে পক্ষ দল সে খেলা জিতবে। 

অনেকজন একসাথে ভালো সময় কাটানোর জন্য বৌচি অন্যতম খেলা। মজাদার এ খেলার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখা যায়।তোমরা কিন্তু বন্ধুদের সাথে বৌচি খেলতে ভুলোনা!

আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *