This website uses cookies to enhance your browsing experience, analyze site traffic, and personalize content. By continuing to use this site, you consent to our use of cookies.
226/2/Ta/4, West Agargaon, Stripling Daisy (2nd floor), Flat- B2, Agargaon, Dhaka-1207
+8801622968900
sharmin@wreetu.org
7teen এর লক্ষ্য ১৩-১৯ বছর বয়সী বাংলাদেশী টিনএজারদের নিজেদের শারীরিক ও মানসিক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে জানার যে আগ্রহ, তা পূরণ করে তাদেরকে একটি সুন্দর কৈশোর উপহার দেওয়া
টিনএজারদের জন্য একটি অনলাইন প্লাটফর্ম গড়ে তোলা, যেখানে টিনএজারদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সকল রিসোর্স থাকবে, যার মাধ্যমে টিনএজাররা বেড়ে উঠবে সঠিক তথ্য জেনে এবং আত্মবিশ্বাসী হয়ে।
টিনএজ উপযোগী একটি লিডিং ডিজিটাল প্লাটফর্ম হওয়া যার মাধ্যমে বাংলাদেশের টিনএজারদের মাঝে আত্মউন্নয়ন, আত্মবিশ্বাস, সমাজের প্রতি দায়বদ্ধতাসহ আরো অনেক পজিটিভ পরিবর্তন ঘটবে।
7teen’ টিনএজারদের জন্য তৈরি করা একটি অনলাইন প্লাটফর্ম এবং টিনেজারদের জন্য ঋতুর একটি ইনিশিয়েটিভ। যার প্রধান উদ্দেশ্য টিনএজারদের জন্য এমন একটি প্লাটফর্ম গড়ে তোলা যেখানে টিনএজাররা তাদের বয়ঃসন্ধি ও বয়ঃসন্ধিকালীন শারিরিক এবং মানসিক পরিবর্তন নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে।
টিনএজারদের মনে বয়ঃসন্ধি ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে যত প্রশ্ন আছে, 7teen সেই সব প্রশ্নের উত্তর তথ্যপূর্ণ কন্টেন্টের মাধ্যমে টিনএজারদের জানাবে।
টিনএজারদের অনেক কিছু জানার আগ্রহ থাকে। কিন্তু বড়োদের কাছে প্রশ্ন করতে সংকোচ বোধ করায় তারা তাদের জানতে চাওয়ার বিষয় নিয়ে প্রশ্ন করে বন্ধু বা সমবয়সীদের। এর ফলে অনেকক্ষেত্রেই তারা ভুল তথ্য পায়, মিসগাইডেড হয় এবং ভুল পথে পা বাড়ায়। 7teen নিশ্চিত করবে তারা যেন ভুল কোনো তথ্য না জেনে বরং সঠিক তথ্যটি জানতে পারে এবং টিনএজ বয়সটা আনন্দের সাথে উপভোগ করতে পারে। এজন্য তোমরা 7teen এর ফেইসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো।
7teen এক্সপার্টদের মাধ্যমে বিভিন্ন পর্যবেক্ষণ শেষে টিনএজারদের জন্য সঠিক তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি করবে। 7teen বাবা-মা এবং অভিভাকদের আশ্বস্ত করতে পারে যে টিনএজাররা এখান থেকে কোনো ভুল তথ্য পাবে না।