আমাদের সম্পর্কে

7Teen কী?

7teen এর লক্ষ্য ১৩-১৯ বছর বয়সী বাংলাদেশী টিনএজারদের নিজেদের শারীরিক ও মানসিক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে জানার যে আগ্রহ, তা পূরণ করে তাদেরকে একটি সুন্দর কৈশোর উপহার দেওয়া

মিশন

টিনএজারদের জন্য একটি অনলাইন প্লাটফর্ম গড়ে তোলা, যেখানে টিনএজারদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সকল রিসোর্স থাকবে, যার মাধ্যমে টিনএজাররা বেড়ে উঠবে সঠিক তথ্য জেনে এবং আত্মবিশ্বাসী হয়ে।

ভিশন

টিনএজ উপযোগী একটি লিডিং ডিজিটাল প্লাটফর্ম হওয়া যার মাধ্যমে বাংলাদেশের টিনএজারদের মাঝে আত্মউন্নয়ন, আত্মবিশ্বাস, সমাজের প্রতি দায়বদ্ধতাসহ আরো অনেক পজিটিভ পরিবর্তন ঘটবে।



Right Here, Right Now-Phase 2 এর অধীনে ২০২৩ সালে Wreetu’র একটি উদ্যোগ হিসেবে 7teen-এর যাত্রা শুরু। ১৩ থেকে ১৯ বছর বয়সী টিনেজারদের তাদের বয়স এবং পছন্দ উপযোগী বিভিন্ন কন্টেন্ট প্রদানের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে 7teen

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

7teen’ টিনএজারদের জন্য তৈরি করা একটি অনলাইন প্লাটফর্ম এবং টিনেজারদের জন্য ঋতুর একটি ইনিশিয়েটিভ। যার প্রধান উদ্দেশ্য টিনএজারদের জন্য এমন একটি প্লাটফর্ম গড়ে তোলা যেখানে টিনএজাররা তাদের বয়ঃসন্ধি ও বয়ঃসন্ধিকালীন শারিরিক এবং মানসিক পরিবর্তন নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে।

টিনএজারদের মনে বয়ঃসন্ধি ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে যত প্রশ্ন আছে, 7teen সেই সব প্রশ্নের উত্তর তথ্যপূর্ণ কন্টেন্টের মাধ্যমে টিনএজারদের জানাবে।

টিনএজারদের অনেক কিছু জানার আগ্রহ থাকে। কিন্তু বড়োদের কাছে প্রশ্ন করতে সংকোচ বোধ করায় তারা তাদের জানতে চাওয়ার বিষয় নিয়ে প্রশ্ন করে বন্ধু বা সমবয়সীদের। এর ফলে অনেকক্ষেত্রেই তারা ভুল তথ্য পায়, মিসগাইডেড হয় এবং ভুল পথে পা বাড়ায়। 7teen নিশ্চিত করবে তারা যেন ভুল কোনো তথ্য না জেনে বরং সঠিক তথ্যটি জানতে পারে এবং টিনএজ বয়সটা আনন্দের সাথে উপভোগ করতে পারে। এজন্য তোমরা 7teen এর ফেইসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো।

7teen টিনএজারদের জন্য বিভিন্ন ধরনের টপিক নিয়ে কাজ করবে। যার মধ্যে রয়েছে – জেনারেল হেলথ অ্যান্ড ওয়েলনেস, মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, সেক্সুয়াল রাইটস, টিন লাইফস্টাইল, ফ্যাশন, ট্রেন্ড, ফ্যামিলি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, রোম্যান্টিক রিলেশনশিপ, সেলফ লাভ অ্যান্ড সেলফ কেয়ার, রিলেশনশিপ কমিউনিকেশনস, বিল্ডিং হেলদি রিলেশনশিপ, সোশ্যাল ইস্যুস অ্যান্ড আক্টিভিজম, এন্টারমেইনমেন্টসহ আরো অনেক টপিক।
the7teen.com ওয়েবসাইটে ভিজিট করলেই টিনএজাররা কন্টেন্ট দেখতে পারবে। আর্টিকেল, ছবি এবং আরো অনেক কন্টেন্ট তারা পাবে যা তাদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। এছাড়াও 7teen এর ফেইসবুক পেইজ, টিকটক ভিজিট করলেও তোমরা অনেক আকর্ষণীয় কন্টেন্ট দেখতে পাবে।
হ্যাঁ, 7teen এর কন্টেন্টের মান নিশ্চিত করতে কন্টেন্ট তৈরিতে এক্সপার্টরা কাজ করবেন।
অবশ্যই! 7teen টিনএজারদের প্রশ্ন করতে উৎসাহ দেয়। কন্টেন্টের মাধ্যমে এক্সপার্টদের দিয়ে অথবা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশনের মাধ্যমে টিনএজারদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে।

7teen এক্সপার্টদের মাধ্যমে বিভিন্ন পর্যবেক্ষণ শেষে টিনএজারদের জন্য সঠিক তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি করবে। 7teen বাবা-মা এবং অভিভাকদের আশ্বস্ত করতে পারে যে টিনএজাররা এখান থেকে কোনো ভুল তথ্য পাবে না।

তুমি 7teen এর ফেইসবুক গ্রুপে যুক্ত হয়ে নতুন বন্ধুদের সাথে যুক্ত হতে পারো, তোমার প্রশ্নগুলো করতে পারো তোমার লেখা/ আকা/নাচ/গান বা যেকোনো প্রতিভার বিষয়ে পোষ্ট করতে পারো। চাইলে একজন পেইড মডারেটর/কন্টেন্ট রাইটার হিসেবেও কাজ করতে পারো আমাদের সাথে।