Deshi Games Teen Lifestyle

ইদের দিন ঘুরে আসার মতো ১০টি দারুণ জায়গা

ঈদ হল আনন্দ ও উৎসবের সময়, যখন শহরটি আনন্দ আমেজে রঙিন হয়ে ওঠে। যা প্রতি বছর বিশ্বের সব মুসলমানদের জীবনে বিশেষ এক মুহূর্ত হয়ে থাকে। ইদের দিন ঢাকার ভেতরেই অনেক গন্তব্যে যাওয়ার সুযোগ থাকে। যা তরুণদের জন্য আনন্দদায়ক এবং স্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে।

ঈদকে আরও বিশেষ করে তুলতে, আমরা তুলে ধরব ১০টি এমন স্থান যা তরুণরা ঈদের দিন পরিবার ও বন্ধুদের সাথে ঘুরে দেখতে পারে।

ইদ মেলা

ইদ উপলক্ষে অনেক মেলা আয়োজন করা হয়। এসব মেলায় সুন্দর গয়না, জামা ও মজার খাবার পাওয়া যায়। ইদের দিন নতুন জামা পড়ে ইদ মেলা ঘুরে দেখার মজাই আলাদা। ইদ মেলা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়, আলোকির মতো অনেক জায়গা থেকে ইদ মেলা আয়োজন করা হয়। খোঁজ রেখো বিস্তারিত জানতে। 

সাংস্কৃতিক স্থান

ইদের দিন পরিবার ও বন্ধুদের সাথে ঘুরে আসা যায় আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা সহ আরও অনেক যায়গায়।

আউটডোর এডভেঞ্চার

ঘরের বাইরে ঘুরে দেখার জন্য আছে অনেক বিকল্প। প্রকৃতি ও সবুজ খোলা জায়গায় ঘুরে আসার তালিকায় আছে রমনা পার্ক, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক, চন্দ্রিমা উদ্যান এর মতো জায়গা।

শপিং মল

ইদের দিন ঘুরে বেড়ানো যেতে পারে বসুন্ধরা সিটি,যমুনা ফিউচার পার্কের মতো জায়গায়। 

রেস্টুরেন্ট

এতদিন ধরে যেসব পছন্দের রেস্টুরেন্টে জমিয়ে রেখেছিলে, ইদের দিন পরিবার ও বন্ধুদের নিয়ে সেসব একে একে ঘুরে আসার সঠিক সময়।

শখ ও পছন্দ

তুমি যদি বেড়াল প্রেমি হয়ে থাকো তাহলে একটি ক্যট ক্যাফে ঘুরে আসতে পারো। জাদুঘর পছন্দ হলে ঢাকার ভেতরে নানান জাদুঘর দেখে আসতে পারো।

বিনোদন

ইদের দিন বিনোদনের জন্য উপযোগী জায়গা হলো টগি ওয়াল্ড, জিরো গ্রেভিটি সহ আরও অনেক। মজার সময় কাটাতে পারবে এখানে। 

থিম পার্ক

ইদের দিন ঘুরে আসা যায় পছন্দের থিম পার্কে। যাদের মধ্যে আছে ফেন্টাসি কিংডম, নন্দন পার্কের মতো যায়গা। 

আত্মীয় স্বজন

ইদের দিন আপন জনের বাসায় গিয়ে দেখা করার মধ্যে অনেক আনন্দ। আত্মীয় স্বজনের বাড়িতে যেয়ে সেমাই নুডুলস্ ভাগাভাগি করার মজাই আলাদা। 

স্ট্রিট ফুড হান্ট

দিন শেষে পরিবারের সাথে হাটতে বের হয়ে সন্ধার খাবারের মেলা থেকে ফুচকা, মোমো খেতে পারলে পুরো দিনটা পরিপূর্ণ হবে। 

মিরপুর, উত্তরা ও পরিবাগ সহ আরও অনেক যায়গায় এমন ইদের আমেজ দেখা যায়। 

তবে মনে রাখতে হবে বাইরে বের হলে নিজের সুরক্ষার কথাও ভাবতে হবে।

 ঈদের সময় এই স্থানগুলোতে গিয়ে তরুণরা শুধু আনন্দ উপভোগ করবে না, বরং নতুন অভিজ্ঞতা অর্জন করবে এবং বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে মূল্যবান সময় কাটাতে পারবে। ঈদের আনন্দে রঙিন অভিজ্ঞতা আপনজনদের সাথে ভাগ করে নিতে এই গন্তব্যগুলো নিঃসন্দেহে একটি দারুণ বিকল্প।

M S

About Author

Leave a comment

You may also like

Teen Lifestyle

পরীক্ষার ভয় দূর করার ৭টি টিপস!

পরীক্ষা এলেই কি তোমার মনে হয় কিছুই পড়া হয় নি? বারবার পড়া বিষয়গুলোও ভুলে যাচ্ছো, কিছুতেই মনে করতে পারছো না!
Teen Lifestyle

টাইম ম্যানেজমেন্টে দক্ষ হয়ে উঠতে ৫ টিপস!

কলেজ, পড়ালেখা, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, সামাজিক ও পারিবারিক জীবনসহ ব্যক্তিগত শখ, ইচ্ছা পূরণের মাঝে ভারসাম্য আনতে প্রতিদিন হিমসিম খেতে হয়