Teen Lifestyle

২০২৫ সালের ঈদে টিনএজারদের জন্য ট্রেন্ডিং হেয়ারস্টাইল

ঈদ মানেই নতুন জামা, জমকালো মেকআপ আর স্টাইলিশ হেয়ারস্টাইল করে ছবি তোলা, ঘুরতে যাওয়া! আজকে আমরা জেনে নেব এই ঈদে টিনএজারদের জন্য কিছু দারুণ ট্রেন্ডিং হেয়ারস্টাইল সম্পর্কে, যা তোমার পুরো লুককেই আরও গর্জিয়াস করে তুলবে। চলো, দেখে নিই কিছু দারুণ হেয়ারস্টাইল আইডিয়া!

১. স্লিক মিডল পার্টেড হেয়ার

মার্জিত আর ক্লাসি—এই হেয়ারস্টাইলের চাহিদা কিন্তু এখন তুঙ্গে! স্ট্রেট বা ওয়েভি চুলে একটু হেয়ার সিরাম লাগিয়ে মিডল পার্ট করে নিলেই পারফেক্ট লুক চলে আসবে। যাদের চুল একটু বেশি উড়ে, তারা হেয়ার স্প্রে দিয়ে সেট করে নিতে পারো।

২. সফট ওয়েভস

যারা খোলা চুল রাখতে ভালোবাসো কিন্তু একটু ভলিউম চাই, তাদের জন্য সফট ওয়েভস একদম পারফেক্ট! হালকা কার্ল করে নিলে পুরো লুকটাই হয়ে উঠবে এলিগেন্ট। ঈদের সকালে চুল কার্ল করে সেট করে নাও, পুরো দিন চুল থাকবে স্টাইলিশ!

৩. বাবল পনিটেল

সাধারণ পনিটেল তো সবাই করে, কিন্তু বাবল পনিটেল এখন বেশ ট্রেন্ডিং! হেয়ার টাই দিয়ে পনিটেলটাকে একের পর এক ভাগ করে বাবল লুক তৈরি করে ফেলো। ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন—দুই ধরনের ড্রেসের সঙ্গেই মানিয়ে যাবে এই হেয়ারস্টাইল।

৪. লো বান উইথ গাজরা

ঈদের জন্য একটু ট্র্যাডিশনাল লুক চাই? তাহলে লো বান করে গাজরা জড়িয়ে নাও! এই ক্লাসিক লুকটি শাড়ি বা সালোয়ারের সঙ্গে একদম রয়েল লাগবে। আর ঈদের দিনে যদি একটু ভিন্নতা আনতে চাও, তবে জেসমিন বা রজনীগন্ধার গাজরা ব্যবহার করতে পারো।

৫. হাফ আপ হাফ ডাউন উইথ ব্রেইডস

যারা ব্রেইড ভালোবাসো, তাদের জন্য পারফেক্ট হেয়ারস্টাইল হলো হাফ আপ হাফ ডাউন উইথ ব্রেইডস। সামনের দিক থেকে দুই পাশের চুল ব্রেইড করে পেছনে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে আটকে দিলেই দারুণ দেখতে লাগবে। বিশেষ করে ফ্লোরাল ক্লিপ বা বিউটি পিন দিলে স্টাইল আরও জমে যাবে!

৬. বোহেমিয়ান ব্রেইডস

যারা একটু ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ হেয়ারস্টাইল খুঁজছো, তাদের জন্য বোহেমিয়ান ব্রেইডস পারফেক্ট। চুলের এক বা দুই পাশে পাতলা ব্রেইড করে খোলা রেখে দিতে পারো। এতে ঈদের লুক হয়ে যাবে ইউনিক আর ট্রেন্ডি!

কিছু টিপস:

  • হেয়ারস্টাইল ও জামার সঙ্গে ম্যাচিং ক্লিপ বা পিন ব্যবহার করো।
  • ঈদের আগের রাতে ভালো করে চুলে অয়েল ম্যাসাজ করে রাখলে চুল থাকবে সফট ও শাইনি।
  • ঈদের দিন হেয়ার স্প্রে বা সিরাম ব্যবহার করে চুল সেট করে নিতে ভুলবে না। এতে সারাদিন চুল থাকবে সেট!

এবার তুমি কোন হেয়ারস্টাইল ট্রাই করতে চাও? কমেন্টে জানাও! এরকম ট্রেন্ডি ফ্যাশন টিপস পেতে the7teen.com  ভিজিট করতে ভুলোনা! ঈদ মোবারক!

M S

About Author

Leave a comment

You may also like

Teen Lifestyle

পরীক্ষার ভয় দূর করার ৭টি টিপস!

পরীক্ষা এলেই কি তোমার মনে হয় কিছুই পড়া হয় নি? বারবার পড়া বিষয়গুলোও ভুলে যাচ্ছো, কিছুতেই মনে করতে পারছো না!
Teen Lifestyle

টাইম ম্যানেজমেন্টে দক্ষ হয়ে উঠতে ৫ টিপস!

কলেজ, পড়ালেখা, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, সামাজিক ও পারিবারিক জীবনসহ ব্যক্তিগত শখ, ইচ্ছা পূরণের মাঝে ভারসাম্য আনতে প্রতিদিন হিমসিম খেতে হয়