টিন লাইফস্টাইল বিনোদন

পহেলা বৈশাখ এক্সপ্রেস

বৈশাখ মাসের প্রথম দিন বাংলা নববর্ষ। নতুন বছরকে বরণ করতে সবার জায়গা থেকে সবার-ই কত চেষ্টা। এই দিনটা পুরোপুরি উপভোগ করতে চাইলে চলো যোগ দেই ‘পহেলা বৈশাখ এক্সপ্রেস’ এ। মজাদার স্টপেজ পার করে নতুন বছরে প্রবেশ করা যাক।

স্টেশন ১: ঘুম ভাঙার যুদ্ধ


 পহেলা বৈশাখ মানেই ভোরে উঠে মঙ্গল শোভাযাত্রা! কিন্তু ঘড়িতে বাজে ৬টা আর তুমি এখনো গভীর ঘুমে। মা দরজায় ডাকছে –
  “ওঠো বাবা, আজ তো পহেলা বৈশাখ!”
 ঘুমজড়ানো চোখে ভাবো, “শুভ নববর্ষ না কি ঘুম হারানো দিবস?”

স্টেশন ২: মঙ্গল শোভাযাত্রা ও ফটোগ্রাফি ফাইট


 বন্ধুরা সবাই ক্যাম্পাসের দিকে। গায়ে নতুন ফতুয়া, চোখে সানগ্লাস – যেন সবাই হিরো! শোভাযাত্রার রঙিন মুখোশের চেয়েও গুরুত্বপূর্ণ হল”ভাই, ইনস্টাগ্রাম-যোগ্য ছবি তুলবি প্লিজ!”। কোন বন্ধুর মোবাইলে ভালো ছবি আসে, তার-ই খোঁজাখুজি। কেউ ক্যামেরা প্রো, কেউ মোবাইল মাস্টার।

স্টেশন ৩: দুপুরে ফুড অ্যাডভেঞ্চার


 পান্তা-ইলিশ খাওয়ার প্ল্যান থাকলেও হঠাৎ দল চলে গেল বিরিয়ানি খেতে। “ভাই ইলিশে কাঁটা বেশি, কাচ্চি খাই!” হইচই করে খাওয়া শেষে, কেউ বলে “এখন মিষ্টি কিছু হলে জমে যেতো!”। আবার বের হওয়া মিষ্টি কিছুর খোঁজে!

স্টেশন ৪: মেলা ঘোরাঘুরি ও গেইম চ্যালেঞ্জ


 ঢাবি বা রবীন্দ্র সরোবরের আরও যেকোনো বৈশাখী মেলায় ঢুকে চোখ যায় নাগরদোলার রাইডে।বন্ধু বলে, “চ্যালেঞ্জ করিস না, চড়ে দেখা!” এরপর শুরু হয় গেইমিং স্টলে ফান টাইম। মেলায় এক পাসে হতে থাকে গান। অনেক মজার খাবারের ও সন্ধান পাওয়া যায়।

স্টেশন ৫: রিকশা রাইডে বাতাসে উড়ো


 সন্ধ্যার আলোয় রাস্তার বাতি আর সূর্য ডোবার আলোয় এক অদ্ভুত শান্তি। রিকশায় বসে মনে মনে ভাবনা আসে “আজ দিনটা মিস হলে কত কিছু মিস করতাম!” কোনো এক অনুষ্ঠান থেকে পেছনে আবারও  বাজছে ‘এসো হে বৈশাখ’

স্টেশন ৬: ফেসবুকে ছবি আপলোড আর ক্যাপশন সন্ধান


 বাসায় ফিরে ফেসবুক-ইনস্টা ভরে যায় ছবিতে। এখন নিজের ছবি বন্ধুদের থেকে নেওয়া টা-ই প্রথম চ্যালেঞ্জ।
  ক্যাপশন কি দেওয়া যায়?“Boishakh Vibes with the Tribe” না “ঐ দেখ বৈশাখ এলো রে!” তারপর  রাতে চোখ বন্ধ করেই ঘুম। কিন্তু মনে পড়ে যায় আজকের হাসির মুহূর্তগুলো।


পহেলা বৈশাখ একদিনের উৎসব না, এটা আমাদের বন্ধুত্ব, মজা, রঙ আর রুটিন থেকে বেরিয়ে আসার একটা এক্সপ্রেস ট্রেন। মিস হয়ে গেলে ব্ন্ধুদের বলার সময় “তুই কই ছিলি আজ? নাকি ঘুমিয়ে ঘরেই পার করলি দিনটা? আগামী বছর, উঠে পড় “পহেলা বৈশাখ এক্সপ্রেস”-এ!

M S

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

টিন লাইফস্টাইল

পরীক্ষার ভয় দূর করার ৭টি টিপস!

পরীক্ষা এলেই কি তোমার মনে হয় কিছুই পড়া হয় নি? বারবার পড়া বিষয়গুলোও ভুলে যাচ্ছো, কিছুতেই মনে করতে পারছো না!
টিন লাইফস্টাইল

টাইম ম্যানেজমেন্টে দক্ষ হয়ে উঠতে ৫ টিপস!

কলেজ, পড়ালেখা, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, সামাজিক ও পারিবারিক জীবনসহ ব্যক্তিগত শখ, ইচ্ছা পূরণের মাঝে ভারসাম্য আনতে প্রতিদিন হিমসিম খেতে হয়