সুস্থ বিনোদনে দেশীয় খেলা (পর্ব ০৪)

বালিশ বদল খেলা 

গ্রামে তো অবশ্যই, এমনকি শহরেও ছোটোদের পাশাপাশি বড়োদের মাঝেও এই খেলাটি জনপ্রিয়। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি পারিবারিক উৎসবেও এই খেলাটির জনপ্রিয়তা রয়েছে। 

খেলার নিয়ম 

খেলাটিতে কতজন অংশ নিতে পারবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা নেই। তবে কমপক্ষে ৬-৭ জন হলে ভালো হয়। সংখ্যা এর বেশি হলে আরো ভালো। 

খেলার উপকরণ হিসেবে প্রয়োজন একটি বালিশ। বড়ো বালিশ নয়, ছোটো বালিশ। কুশনের মতো। কুশন হলেও চলবে। 

প্রতিযোগীদের প্রথমে পাশাপাশি গোল হয়ে বসতে হবে। প্রতিযোগীরা চেয়ারে বসতে পারে, আবার মাটিতে মাদুর পেতেও বসা যেতে পারে। 

একজনকে দিতে হবে গান বাজানোর দায়িত্ব। যে গান বাজানোর দায়িত্বে থাকবে সে কিন্তু সেই মুহূর্তে খেলায় অংশ নিতে পারবে না। 

খেলার শুরুতে গান বাজবে এবং গান বাজার সাথে সাথেই খেলায় অংশগ্রহণকারীরা বালিশটি তার পাশের জনকে দিয়ে দিবে। এভাবে একজন থেকে আরকেজনের কাছে যেতে থাকবে বালিশ। একই সাথে পেছনে গানও চলতে থাকবে। 

এরপর হঠাত করেই গান বন্ধ করে দেওয়া হবে। গান বন্ধ হওয়ার মুহূর্তে যার হাতে বালিশ থাকবে সে খেলা থেকে বাদ পড়ে যাবে। 

এভাবে খেলায় অংশগ্রহণকারীর সংখ্যা কমতে কমতে শেষ পর্যন্ত যারা খেলায় টিকে থাকবে তাদের মধ্য থেকেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগী নির্বাচিত হবে। 

প্রিয় বন্ধুরা, তোমরা কি খেলাটি কখনো খেলেছো? যদি না খেলে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের নিয়ে খেলতে পারো। আর হ্যাঁ, খেলাটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবে না কিন্তু! 

– শারমিন কবীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *