গোল থেকে এসেছে গোল্লা। ছুটে যাওয়া থেকে এসেছে ছুট। তাই এক সাথে এ খেলাকে বলা যায় গোল্লা ছুট। নাম শুনেই বোঝা খেলাটিতে গোলাকার বৃত্ত আর ছুটে যাওয়ার বিষয় দেখা যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিশোর কিশোরীদের মাঝে ভিন্ন ভিন্ন নামে পরিচিত এ খেলা। এই মজার খেলাটি কিভাবে খেলতে হয় চলো জেনে নিই।
দল গঠন
গোল্লা ছুট খেলায় দু’টি দল গঠন করা হয়। একেক দলে ৪-৫ জন থাকে। তবে যত বেশি মানুষ অংশ গ্রহণ করে ততই বেশি মজাদার হয়ে উঠে এ খেলা।
খেলার প্রস্তুতি
মাঠের মাঝখানে গোল বৃত্ত আঁকা হয়। পক্ষ দল এ গোলের ভিতরে অবস্থান করে। মাঠের শেষ প্রান্তে সীমানা স্থির করা হয়। বিপক্ষ দল বৃত্তের বাইরে এবং সীমানার ভেতরে ছরিয়ে ছিটিয়ে আবস্থান নেয়।
মূল খেলা
এ খেলায় দম ধরে রাখার কোনো নিয়ম নেই। খেলা শুরু হওয়ার সাথে সাথে পক্ষ দল একে অপরের হাত ধরে লাইন করবে। লাইনের শেষ খেলোয়াড় বৃত্তের ভেতরে থাকবে বাকিরা হাত ধরা অবস্থায় গোল থেকে বের হয়ে দঁড়ির মত বৃত্তের আসে পাশে ঘুরপাক খাবে। বৃত্তের সাথে সংস্পর্শ থাকা অবস্থায় বিপক্ষ দল পক্ষ দলকে ছুঁতে পারবে না কিন্তু এমন অবস্থায় পক্ষ দল চাইলেই বিপক্ষ দলের কাউকে ছুঁয়ে বাদ করে দিতে পারবে। আবারো গোল বৃত্তের সংস্পর্শ থেকে ছুটে গেলে বিপক্ষ দল পক্ষ দলকে ছুঁয়ে ফেলবে। বৃত্তের ভেতরের খেলোয়াড়কে দিয়েই লাইনের সবাই গোলের সাথের সংস্পর্শে থাকবে। এবারে লাইন থেকে একেকজন ছুটে বের হবে এবং সীমানা পার হতে চাবে। এখন বিপক্ষ দল পক্ষ দলকে দরার চেষ্টা করবে। ছুঁয়ে ফেললে পক্ষ দলের সেই খেলোয়াড় বাদ পরে যাবে। লাইন না করেও একেকজন গোল ঘর থেকে বের হয়ে একই ভাবে সীমানা পার করার চেষ্টা করবে। পক্ষ দলের সবাই সীমানা পার করতে পারলেই পক্ষ দল জিতে যাবে। তবে সীমানা পার করার আগেই যদি বিপক্ষ দল পক্ষ দলের সবাইকে ছুঁয়ে বাদ করে দেয় তাহলে বিপক্ষ দল জিতে যাবে।
গোল্লা ছুট খেলায় বড় মাঠ হলে খেলা ভালোভাবে আয়োজন করা যায়। কিন্তু আমাদের আশেপাশে বড় মাঠ সাধারণত দেখা যায় না। তাই বিশেষ করে শহরের কিশোর কিশোরীরা এ খেলার সাথে অত পরিচিত নয়। তবে বছর শেষে ছুটিতে গ্রামের গেলে এ খেলা উপভোগ করতে পারে।
আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com