বিনোদন

 দাঁড়িয়াবান্ধাঃ বুদ্ধি, গতি আর কৌশলের খেলা

Bangladeshi Outdoor Game- deshi khela-daria bandha

কিশোর কিশোরদের পছন্দের খেলার মধ্যে ‘দাঁড়িয়াবান্ধা’ খেলা একটি। আশেপাশে অনেক সময় আমরা ‘দাঁড়িয়াবান্ধা’ খেলা খেলতে দেখা যায়।সাধারণত এই খেলাটি শীতের দিন বিকেলে খেলা হয়। এই খেলাটি অনেক জনপ্রিয় খেলা। এসো শিখে নিই কিভাবে এই খেলাটি খেলতে হয়।

দল গঠন 

‘দাঁড়িয়াবান্ধা’ খেলায় দু’টি দল থাকে। প্রতিটি দলে কমপক্ষে দু’জন করে মানুষ থাকে। তবে চার-পাঁচ জন হলে খেলা জমে ওঠে। খেলোয়াড়রা সবাই দুইভাগে ভাগ হয়ে যায়। 

খেলার প্রস্তুতি 

মাঠের মধ্যে ব্যাটমিন্টন কোর্টের মতো দাগ টানা হয়। সেখানে কোর্টের মত ঘর করা হয়। এবারে কোর্টের সামনে পিছনে এক হাত  সমান দূরত্ব রেখে আড়াআড়ি দাগ টানা হয়, দাগের মাঝখানের অংশকে আড়া কোর্ট বলা হয়। দু’টি কোর্টে মাঝখানে একটি খাঁড়া কোর্ট থাকে। এক দলে যতজন খেলোয়াড় থাকে ততগুলো চারকোনা বা বর্গাকৃতির ঘর টানা হয়।

মূল খেলা 

প্রতিটি আড়া কোর্টে ও খাঁড়া কোর্টের পক্ষ দলের একজন করে সদস্য থাকে। বিপক্ষ দল গোটা ঘরের যেকোনো এক প্রান্তে থাকে। তাদের উদ্দেশ্যে হলো প্রতিটি ঘর পার করে অপর পাশে পৌঁছানো। এখন যেকোনো একজন বিপক্ষ দলের খেলোয়াড় প্রথম ঘরের ভিতরে ডুকে। সে পরের কোর্টের ভিতরে যাওয়ায় কৌশল করবে কিন্তু তাকে বাঁধা দিবে আড়া কোর্টে ও খাঁড়া কোর্টে থাকা পক্ষ দল। পক্ষ দলের এরা আড়া কোর্ট বা খাঁড়া কোর্ট বরাবর (আড়াআড়ি বা লম্বালম্বি)  চলাফেরা করতে পারে। আড়া কোর্ট বা খাঁড়া কোর্টের ভেতরে থাকা অবস্থায় বিপক্ষ দলের খেলোয়াড়কে ছু্ঁয়ে দিলে সে বাদ পরে যাবে। তবে আড়া কোর্ট বা খাঁড়া কোর্টে থাকা অবস্থায় এর দাগে পা লাগলে পক্ষ দলের খেলোয়াড়ও বাদ পরে যেতে পারে।পক্ষ দলকে ফাঁকি দিয়ে বিপক্ষ দলের খেলোয়াড় যদি পরের কোর্টে ডুকতে পারে। তবে সে একই ভাবে তারও পরের কোর্টেঢোকার চেষ্টা করবে। এমন করেই সব বর্গ পাড় হয়ে অপর প্রান্তে পৌঁছাতে পারলেই বিপক্ষ দলের এক গোল্লা। বিপক্ষ দলের সবাই একই ভাবে সব ঘর পার করে শেষ প্রান্তে পৌঁছে গেলেই বিপক্ষ দল জিতে যাবে। তবে বিপক্ষ দল বর্গ পার করার সময় পক্ষ দল তাদের সবাইকে ছুঁয়ে ফেললে পক্ষ দল জিতে যাবে। 

Bangladeshi Outdoor Game- deshi khela-daria bandha

‘দাঁড়িয়াবান্ধা’ খেলা গতি ও চিন্তা শক্তি কাজে লাগিয়ে খুব কৌশলের সাথে খেলতে হয়। কিশোর কিশোরীরা এ খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে, তার পাশাপাশি আনন্দ পায়।

আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com

M S

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

সুস্থ বিনোদনে দেশীয় খেলা (পর্ব ০১) 

সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  আমাদের দেশের গ্রামগঞ্জে
বিনোদন

সুস্থ বিনোদনে দেশীয় খেলা (পর্ব ০২)

বিস্কুট দৌড় বিস্কুট দৌড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দেখা যায়। শিক্ষার্থীদের মাঝে এই খেলা খুবই জনপ্রিয়। তোমরা চাইলে