ডিজিটাল গিফট দিয়ে চমকে দাও বন্ধুকে  

best digital gifts-7teen

বন্ধুদের উপহার দেওয়া একটি  মজার বিষয়। তবে তাদের জন্য উপহার বাছাইয়ের কাজটি গুরুত্বপূর্ণ। বন্ধুবান্ধব বা প্রিয়জনদের পছন্দের কথা চিন্তা করে উপহার দিতে হয়। তাই তাদের ইন্টারেস্ট বুঝে উপহার দেওয়াটা হয়ে উঠে জটিল টাস্ক! যেহেতু  ইন্টারনেট আমাদের প্রতিদিনের জীবনের অংশ তাই ডিজিটাল উপহার দেওয়া যেমনি সহজ, তেমনি ইউনিকও!

অনলাইন গিফট কার্ড 

উপহার খুঁজতে খুঁজতে  দিশেহারা হয়ে পড়লে তোমার বন্ধুর প্রিয় ব্র্যান্ড থেকে একটি গিফট কার্ড হতে পারে তার সমাধান। তাতে করে নিজ পছন্দের উপহার বাছাইয়ের কাজটা তোমার বন্ধুই সেরে নিতে পারবে।

সাবস্ক্রিপশন 

আমাদের মধ্যে অনেকেই গান শুনতে পছন্দ করে। তাদের জন্য বিভিন্ন মিউজিক এ্যাপের মান্থলি সাবস্ক্রিপশন হতে পারে একটি ভালো উপহার। আবার অনেকের আগ্রহ থাকে গেমিং ফিল্ডে। তাদের জন্য গেমিং বা স্ট্রিমিং সাবস্ক্রিপশন হবে সেরা উপহার। মুভি সিরিজ বা এ্যানিমে সাবস্ক্রিপশনও একটি ভালো উপহার। 

ই-বুক 

অনলাইন হোক বা অফলাইন বই পড়ার শখ আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। তাদের জন্য ই-বুক হয়ে উঠবে তাদের সবচেয়ে প্রিয় ডিজিটাল উপহার। বেস্ট সেলার উপন্যাস কিংবা কমিকও তাদের প্রিয় লেখকের বই পৌঁছে দেওয়া যাবে তাদের কাছে খুব সহজে। বই খুঁজে পেতে রকমারি, বইঘরের মতো অনেক যায়গায় আছে।  

অনলাইন কোর্স 

তোমার বন্ধু যদি হয় কোরিয়ান, জাপানিজ টিভি সিরিজ বা গানের ভক্ত কিংবা বিদেশ ভ্রমণে আগ্রহী তাদেরকে উপহার করা যায় বিভিন্ন ল্যাংগুয়েজ লার্নিং কোর্স। তাছাড়া কোডিং,ড্রয়িং বা গ্রাফিক্স ডিজাইননিং এ যারা আগ্রহী তাদের জন্য উপহার হতে পারে অনলাইন লার্নিং কোর্স। যেমন: ইউডেমি, ডুওলিঙ্গো, স্কিল সেয়ার ইত্যাদি।

ডিজিটাল কার্ড  

ছোট বেলায় জন্মদিন যেকোনো অনুষ্ঠান ( ইদ, নববর্ষ ইত্যাদি) আমরা বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে কার্ড বানিয়েছি। তাছাড়া পছন্দের কার্টুন ডোরেমোন, স্পাইডারমেন বা মিকির ছবি সহ অনেক কার্ড কিনেছি। এখনো সেই একই, তবে ডিজিটাল। একটি ডিজিটাল এডিটিং বা আর্ট এ্যাপ এর সাহায্যে বিভিন্ন ছবি, স্টিকার, এবং রঙিন লেখা ব্যবহার করে কার্ড ডিজাইন করা যায়। 

best digital gifts-7teen
best digital gifts-7teen

ডিজিটাল শুভেচ্ছা 

এটি একটি গ্রুপ টাস্ক। অনেকে মিলে ছোটো ছোটো ভিডিও ক্লিপ্স রেকর্ড করতে হবে। ক্যামেরার সামনে বসে ভিডিওতে বলা যেতে পারে “শুভ জন্মদিন, ইদ মোবারক, শুভ নববর্ষ ”এবং নানান ধরনের উইশ। সব শেষে ভিডিও ক্লিপ্স গুলো এক সাথে এডিট করলেই রেডি একটি ডিজিটাল উইশ।

ডেলিভারি সার্ভিস  

বিভিন্ন ওয়েবসাইট বা পেইজ থেকে কেক, চকলেট, বই বা যেকোনো কিছু অডার্র করে সোজা বন্ধুর ঠিকানায় পাঠালে পৌঁছে যাবে বন্ধুর কাছে। সদ্য কৈশোরে পা রাখা বন্ধু/ছোট ভাই-বোনের জন্য “ঋতু কমিক বুক” ও হতে পারে একটি সুন্দর উপহার।

তাছাড়া ফেসবুকে স্ট্যাটাস ও ইন্সটাগ্রামে ছবি সাজিয়ে বন্ধুদের একরকম উপহার করাটা অহরহ দেখা যায়। ডিজিটাল উপহারগুলি আমাদের নতুন নতুন আইডিয়া এক্সপ্লোর করতে সাহায্য করে। ইউনিক কিছু উপহার দিয়ে তোমার বন্ধুদের বা পরিবারের মানুষদের মধ্যে  “গিফট দেওয়ার মাস্টার” হয়ে উঠা সম্ভব। মজাদার ডিজিটাল উপহার দিয়ে আমরা আমাদের আসে পাশের মানুষদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারবো।


আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *