সাইবার হ্যারাজমেন্টের শিকার হলে অতি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে। সেক্ষেত্রে ঘটনার বিস্তারিত, সময় এবং তারিখ, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি হ্যারাজমেন্টের শিকার হয়েছো তার নাম, যদি তোমার আইডি হ্যাক হয়ে থাকে সেটিও উল্লেখ করতে হবে, যদি কেউ তোমাকে কোনো পোস্ট, কমেন্ট বা মেসেজে হয়রানি করে থাকে তবে সেটির স্ক্রিনশট নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানাতে হবে। এক্ষেত্রে তুমি যা করতে পারো –
- তোমার নিকটস্থ থানায় অভিযোগ জানাতে পারো।
- যদি তা সম্ভব না হয় তবে ফেসবুকে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ (পিসিএসডব্লিউ) (https://www.facebook.com/PCSW.PHQ) পেজে গিয়ে মেসেঞ্জারে অভিযোগ জানাতে পারো। তা ছাড়া ই-মেইল ও হটলাইন নম্বরে যোগাযোগ করেও সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে। cybersupport.women@police.gov.bd এই ঠিকানায় মেইল করতে পারো। হটলাইন নাম্বারঃ ০১৩২০০০০৮৮৮। এই ইউনিট পরিচালনার দায়িত্বে থাকেন নারী পুলিশ কর্মকর্তারা।
- ৯৯৯ এ ফোন করেও অভিযোগ জানাতে পাররবে, দিনরাত ২৪ ঘন্টা এখানে কল করার সুযোগ রয়েছে।
- পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চাইলে, ডিএমপির কাউন্টার টেররিজম ডিভিশনের ‘হ্যালো সিটি’ বা ‘বিডি পুলিশ হেল্পলাইন’ অ্যাপ দিয়ে করা যাবে। এ ছাড়া ‘রিপোর্ট টু র্যাব’ অ্যাপ থেকেও সমস্যার কথা জানানো যায়।
- সরাসরি কথা বলার প্রয়োজন হলে ডিএমপির কাউন্টার টেররিজম ডিভিশনের সাইবার ক্রাইম ইউনিট অফিসে যেতে হবে।
ঠিকানা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিজেদেরও একটু সতর্ক হতে হবে। কেউ কোনো লিংক পাঠালে যাচাই-বাছাই ছাড়া সেই লিংকে ক্লিক করা যাবে না।
কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া লিংকে ক্লিক করলে তোমার আইডি হ্যাক হয়ে যেতে পারে। সাথে চুরি হয়ে যেতে পারে তোমার অনেক গুরত্বপূর্ণ তথ্য, ছবি ও ভিডিয়ো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে বন্ধু বানানোর আগে অবশ্যই ভেবে চিন্তে তারপর বন্ধু বানাতে হবে। সাধারণত পরিচিত মানুষদেরকেই বন্ধু তালিকায় রাখা ভালো।
মাঝে মধ্যেই তোমার অ্যাকাউন্টসের প্রাইভেসি সেকশন চেক করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রায়ই নতুন নতুন ফিচার যুক্ত করে। যদি এর ভেতর থেকে কোনোটা তোমার প্রাইভেসিকে আরো সুনিশ্চিত করবে বলে মনে হয় তবে সেই ফিচারটি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টের প্রাইভেসি আরো শক্তিশালী করে নিবে।
আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো বিষয়ে জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com