Sexual Rights

সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি কী? (পর্ব -২)

যৌন হয়রানির শিকার হলে তুমি কী করবে?  

  • যদি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি তুমি হও তাহলে সাথে সাথেই প্রতিবাদ করো, প্রয়োজনে চিৎকার করো এবং উপস্থিত অন্য মানুষদের সহযোগিতা চাও। 
  • যদি নির্জন কোনো স্থানে এমন ঘটনা ঘটে তবে প্রথমেই চেষ্টা করো ঐ স্থান থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার। নিরাপদ স্থানে গিয়ে কোনো পুলিশ চেক পোস্ট থাকলে তাদের সাহায্য চাও। অথবা পরিচিত কেউ যে তোমাকে সাহায্য করতে পারে এমন কাউকে ফোন করো। 
  • তোমার বিশ্বস্ত, এমন কারো সাথে এই ঘটনা শেয়ার করো। সব থেকে ভালো হয় তোমার নিজের পরিবারের কারো সাথে শেয়ার করলে। তারা তোমাকে এই সময়ে যথাযথ সাপোর্ট এবং পরামর্শ দিতে পারবে। 
  • যৌন হয়রানির শিকার হলে ঘটনাটি চেপে না গিয়ে নিকটস্থ থানায় যাও। সম্ভব হলে চেষ্টা করবে ঘটনা অথবা অপরাধীর ছবি/ভিডিয়ো রাখার। যদি তা সম্ভব না হয় তবে কোনো প্রত্যক্ষদর্শীকেও সঙ্গে নিতে পারো। 
  • ফেসবুক লাইভ কিন্তু খুব ভালো একটি অপশন! তোমার যদি একটি স্মার্ট ফোন থাকে এবং তুমি যদি ফেসবুক ব্যবহার করো, তাহলে এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তার দিকে খেয়াল রেখে ও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তুমি ফেসবুক লাইভে চলে আসতে পারো। এতে করে ঘটনা এবং অপরাধী, দুজনই ভিডিয়োতে রেকর্ড হয়ে থাকবে। একইসাথে তোমার ফেসবুক ফ্রেন্ড কেউ যদি ঘটনাস্থলের আশেপাশে থাকে তাহলে তোমার সাহায্যে এগিয়ে আসতে পারবে অথবা তারা তোমার জন্য পুলিশের সহযোগিতা চাইতে পারবে।  

  • তুমি কি জানো ৯৯৯ এ ফোন করলে তুমি সাথে সাথেই পুলিশের সহযোগিতা পেতে পারো? এটি বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি সেবা ব্যবস্থা। তোমার ফোনে কোনো টাকা না থাকলেও এই নাম্বারে কল করতে পারবে। এটি চার্জ ফ্রি। দিন-রাত ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকে।
  • নারী ও শিশু নির্যাতন দমনের জাতীয় হেল্পলাইন সেন্টার ১০৯ এ ও কল করতে পারো। তারাও তোমার সহযোগিতায় এগিয়ে আসবে। এই সেবাও দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকে।
  • নিজেকে শারীরিক ও মানসিকভাবে শক্ত করে গড়ে তোলো। নিজের আত্মরক্ষা নিশ্চিত করতে শিখে নিতে পারো মার্শাল আর্ট বা এমন কোনো কৌশল।

যৌন হয়রানির শাস্তি 

বাংলাদেশের প্রচলিত আইনে যৌন হয়রানির শাস্তি হিসেবে ৩ মাস থেকে ১০ বছরের কারাদন্ডের কথা বলা আছে। এর পাশাপাশি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে। 

এখন নিশ্চয় যৌন হয়রানি এবং তার শাস্তি বিষয়ে বুঝতে পেরেছো? 

সুতরাং, তুমি যৌন হয়রানির শিকার হচ্ছো বুঝলেই বা কাউকে শিকার হতে দেখলেই এখন থেকে প্রতিবাদ করো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নাও।

-মোস্তাফিজুর রহমান

admin

About Author

1 Comment

  1. যৌন হয়রানির ধরন – ১ (ইনফোগ্রাফিক্স) – 7Teen

    August 7, 2023

    […] (২) সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রা…) […]

You may also like

Sexual Rights

সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি কী? (পর্ব -১)

তুমি যদি পত্রিকা পড়ো বা টিভি নিউজ দেখো, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকো, তাহলে তোমার চোখে সেক্সুয়াল হ্যারাসমেন্ট
Sexual Rights

ডিজিটাল যৌন অধিকার রক্ষায় অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ৭ টিপস!

সমুদ্রতীরে হেটেছো কখনো? লক্ষ্য করেছো, তোমার ফেলে আসা প্রতিটি পায়ের ছাপ কেমন স্পষ্ট রয়ে যায়? অনলাইনে তোমার পোস্ট করা, ইনবক্স