টিনেজারদের পহেলা বৈশাখের ফিউশন সাজ-“ট্র্যাডিশনাল কিন্তু ট্রেন্ডি”

পহেলা বৈশাখে কী পরবে? ক্লাসিক লুক থেকে কুর্তি-স্কার্ট, গরমেও আরামদায়ক ও ট্রেন্ডি পহেলা বৈশাখ স্টাইল গাইড পেয়ে যাও এক ক্লিকে!
পহেলা বৈশাখ মানেই নতুন বছর, নতুন সাজ। পহেলা বৈশাখ রঙে ভরা এক উৎসব। নতুন বছরের আমেজে লাল সাদা সহ আরও রঙিন সাজে দেখা যায় বাঙালিদের। কিন্তু একজন টিনেজার হিসেবে তোমার চিন্তা যদি হয় বৈশাখী ফ্যাশন ২০২৫ নিয়ে, মানে পহেলা বৈশাখে কী পরবো আর কীভাবে সাজবো? চিন্তার কিছু নেই! কিছুক্ষণের মধ্যে একটি কমপ্লিট “পহেলা বৈশাখ স্টাইল গাইড” তোমাদের সাথে শেয়ার করবো!
সাধারণত পহেলা বৈশাখ বা এপ্রিলের ১৪ তারিখ প্রচন্ড গরম পড়ে। তাই গরমের কথা ভেবেই আমাদের বৈশাখের সাজ এবং স্টাইল সিলেক্ট করতে হবে ।
চলো দেখে আসি কিছু ট্র্যাডিশনাল ফ্যাশন আইডিয়া
ক্লাসিক লাল-সাদা শাড়ি
ক্লাসিক বাঙালি লুক চাইলে পরতে পারো সিল্ক বা কটনের লাল-সাদা শাড়ি । পাতলা কটনের শাড়ি আরামদায়ক ও স্টাইলিশ। সলিড রঙের সাথে ব্লাউজ হতে পারে প্রিন্টের; কিংবা শাড়িতে যদি একটু ভারি কাজের ডিজাইন রাখতে চাও তাহলে বেছে নাও এক কালারের ব্লাউজ। সলিড কালারের শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ করার সময় “কালার হুইলের” কথা ভুলো না। কন্ট্রাস্ট রং বাছাই করো। শাড়ি পরা শেষে কিন্তু সেফটিপিন দিয়ে সেট করতে ভুলোনা যেন!

সালোয়ার কামিজ
বৈশাখের সালোয়ার কামিজ আরামদায়ক আর ট্রেন্ডি। এটির সাথে তুমি কমফোর্ট স্টাইল করতে পারবে। গরমের সময় অনেকে সালোয়ার কামিজ পছন্দ করে থাকে। ব্লক প্রিন্ট বা ঢাকাই কাজের কামিজ পহেলা বৈশাখের সাথে মানিয়ে যায়। আরও নকশি কাঁথা বা হাতের কাজ করা কটনের কামিজ হতে পারে পারফেক্ট পহেলা বৈশাখ সাজ। লাল, সাদা, হলুদ, কমলা এই রঙগুলোতে ফেস্টিভ লুক ফুটে উঠে।

কুর্তি + পালাজ্জো / স্কার্ট
সাদা বা অফ-হোয়াইট কুর্তির সাথে প্রিন্টেড লাল পালাজ্জো বা স্কার্ট ইন্দো-ওয়েস্টার্ন লুক দেবে।
অথবা ট্রাই করতে পারো ব্লক প্রিন্টেড লং স্কার্টের সাথে এক কালারের কুর্তি, সাথে প্রিন্টেড স্কার্ফ পুরো আউটফিটের লুকটা কমপ্লিট করবে। -সঙ্গে সানগ্লাস থাকলে perfect Gen Z vibe!
অ্যাক্সেসরিজ
আউটফিটের সাথে তাজা কিংবা আর্টিফিশিয়াল ফুলের টিয়ারা বা হাতের ফুলের চুড়ি পরতে পারো।
তোমার ব্যাগ হিসেবে ছোট পুঁতির ব্যাগ, কাঁথার কাজের ব্যাগ, টোট ব্যাগ, ডেনিম ব্যাগ থেকে পছন্দ করে নাও।
হিজাব পরলে বেছে নাও সেম কিংবা কন্ট্রাস্ট কালার।লালার কনট্রাস্টের জন্য কালার হুইলের সাহায্য নাও।
কানে বড় দুল বা ঝুমকা ও নথ পড়ে এক্সপেরিমেন্ট করতে পারো। অক্সিডাইস বা রঙিন চুড়ি, বালা ও আংটি পরে লুকটি শেষ করো। তবে লাল টিপ ছাড়া কিন্তু নববর্ষের সাজ অপূর্ণ!

গরমে ফ্যাশন টিপস
এমন কাপড় বেছে নাও যেন ঘাম শোষণ করে, কারণ পহেল বৈশাখে বেশ ভালোই গরম আবহাওয়া থাকে । হালকা রং বেছে নাও। সফট সোলের জুতা পরতে পারো। জুতা আরামদায়ক হলে সারাদিন মেলা বা রাস্তায় হাঁটাহাঁটি করলেও পায়ে ব্যথা বাঁ ফোস্কা পরবে না । মেকআপ হালকা রাখো, যাতে পুরো দিন ফ্রেশ লাগে। পানি পান করো আর সতেজ থাকো।

তবে ভুলে যেও না, সাজ আর পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস। তোমার হাসি আর আনন্দই হবে সেরা সাজ। পহেলা বৈশাখ হোক রঙিন ও সুন্দর।
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা”

আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে, লেটেস্ট এবং ট্রেন্ডি ফ্যাশন ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com