Sexual and Reproductive Health Sexual Rights Social Issues & Activism

বাল্যবিবাহঃ সমাজের এক অন্ধকার অধ্যায় (পর্ব ২)

বাল্যবিবাহের কারণ

বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে কিছু প্রধান কারণ – 

  • দরিদ্রতা 
  • প্রচলিত সামাজিক প্রথা
  • মেয়ে সন্তানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি 
  • নিরাপত্তার অভাব 
  • যৌতুক 
  • বাল্যবিবাহ রোধ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ না হওয়া
  • অসচেতনতা 

বাল্যবিবাহের কুফল 

  • বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বেশির ভাগ ক্ষেত্রেই বন্ধ হয়ে যাচ্ছে।
  • অপ্রাপ্ত বয়সে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে পারিবারিক সহিংসতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 
  • অল্প বয়সেই অনেকে সন্তান সম্ভবা হয়ে পড়ছে। এই সময়ে কীভাবে নিজের যত্ন নিতে হবে, সেই বিষয়ে যথাযথ ধারণা না থাকায় তারা স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। 
  • অপ্রাপ্ত বয়স্ক মা সন্তান ধারণের ক্ষেত্রে অনেক ধরণের শারীরিক জটিলতার সম্মুখীন হয়ে থাকে। 
  • বাল্যবিবাহ শুধু মাত্র মায়ের স্বাস্থ্যই না বরং শিশুর স্বাস্থ্যের জন্য ও হুমকি স্বরূপ। 
  • ১৮ বছরের নিচে মেয়েদের অপরিণত সন্তান জন্মদান বা কম ওজনের সন্তান জন্মদানের সম্ভাবনা ৩৫-৫৫%
  • ১৮ বছরের কম বয়সী মায়েদের ক্ষেত্রে হলে মৃত্যুহার ৬০% 
  • অপ্রাপ্ত বয়সে সন্তান জন্ম দেয়ার ফলে সেই সন্তানের অপুষ্টিতে ভোগার সম্ভাবনা থাকে। পাশাপাশি সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  • বাল্যবিবাহ আর্থিক সমস্যারও কারণ হয়ে দাঁড়ায়। 
    আগামী পর্বে বাল্যবিবাহ নিয়ে আমাদের, বিশেষ করে কিশোর কিশোরীদের কী করণীয় সে বিষয়ে জানতে পারবো। ব্লগটি পড়ে কেমন লাগলো আমাদের জানাও। ভালো লাগলে শেয়ার করো বন্ধু ও পরিবারের সাথে। আরো জানতে ভিজিট করো the7teen.com ওয়েবসাইট, 7teen ফেইসবুক পেইজ।

M S

About Author

Leave a comment

You may also like

Sexual and Reproductive Health

বয়ঃসন্ধিতে মানসিক পরিবর্তন

বয়ঃসন্ধি শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত নিশ্চয়?  আচ্ছা, সহজ করে দিচ্ছি।  জন্মগ্রহনের পর একজন মানুষকে শৈশব ও যৌবন, এই দুই
Sexual Rights

সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি কী? (পর্ব -১)

তুমি যদি পত্রিকা পড়ো বা টিভি নিউজ দেখো, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকো, তাহলে তোমার চোখে সেক্সুয়াল হ্যারাসমেন্ট