বয়ঃসন্ধিকালে না জেনে বা না বুঝে, অথবা অনেক অজানাকে আবিস্কারের নেশায় আমরা ভুল করে বসি। কৈশোরে ধূমপান তেমনই একটি বিষয়। অথচ ধূমপানের কারণে তুমি শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারো!
চলো, এই বিষয়ে আরো জানতে মোশন গ্রাফিক্সটি দেখে নিই।