বুলিং ও বুলিংয়ের ক্ষতিকর প্রভাব

বুলিং একটি সামাজিক ব্যাধি। বুলিংকে অনেকেই ফান হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু বুলিং কখনোই ফান নয়। বুলিং হচ্ছে কাউকে শারীরিক বা মানসিকভাবে অপদস্থ করা। বুলিং মূলত সচেতন বা অবচেতনভাবে একধরনের আক্রমণাত্মক আচরণ, ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান, অপদস্থ বা হেয় করা।

তোমরা যারা বুঝে অথবা না বুঝে অন্যদের বুলি করছো, আজ থেকেই তোমার এই অভ্যাস পরিবর্তন করো এবং বুলিং প্রতিরোধে সচেষ্ট হও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *