আমরা অনেকেই হয়তো কনসেন্ট বা সম্মতির বিষয়টিকে গুরুত্ব সহকারে নিই না। কিন্তু কনসেন্ট বা সম্মতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
ভালো সম্পর্ক হওয়ায় আমরা হয়তো বন্ধুদের আড্ডায় কথা প্রসংগে কোনো বন্ধুকে স্পর্শ করছি, হঠাৎ আবেগের বশে জড়িয়ে ধরছি। কিন্তু এই স্পর্শ বা জড়িয়ে ধরার বিষয়টি হয়তো সেই বন্ধুটি পছন্দ করছে না। এখান থেকেই তৈরি হতে পারে মনোমালিন্য। কখনো বন্ধুত্ব নষ্ট হওয়া।
অথচ আমরা যদি একটু সচেতন হই, কাউকে স্পর্শ করার আগে তার কনসেন্ট বা সম্মতি নিই, জড়িয়ে ধরার আগে কনসেন্ট বা সম্মতি নিই, তাহলে কিন্তু বন্ধুত্ব সুন্দর থাকে।
শুধু বন্ধুত্বের ক্ষেত্রে নয়। যে কোনো মানুষের ক্ষেত্রেই আমাদের কনসেন্ট কালচার মেনে চলা উচিৎ।
আমরা হয়তো জানি না, সম্মতি ব্যতিত কাউকে স্পর্শ করা, জড়িয়ে ধরা বা শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ! তাই, চলো এখন থেকেই আমরা কনসেন্ট কালচার মেনে চলি।
“কনসেন্ট থাকে যদি তবে
সম্পর্ক সুন্দর রবে!”