বয়ঃসন্ধিকালে ছেলেদের বিভিন্ন শারীরিক পরিবর্তনের মাঝে একটি পরিবর্তন হচ্ছে ওয়েট ড্রিম বা স্বপ্নে বীর্যস্খলন। অনেকে ওয়েট ড্রিম বা স্বপ্নে বীর্যস্খলনকে স্বপ্নদোষ বলে। কিন্তু এটি দোষের কিছু নয়।
বয়ঃসন্ধিকালে ছেলেদের বীর্যথলিতে বীর্য এবং অন্ডকোষে শুক্রাণু তৈরি হয়। সময়ের সাথে সাথে বীর্য ক্রমাগত বীর্যথলিতে জমা হতে থাকে। বীর্যথলির ধারণক্ষমতা পূর্ণ হলে ঘুমন্ত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বীর্যপথ দিয়ে বীর্য শরীরের বাইরে বেরিয়ে আসে। একেই ওয়েট ড্রিম বলে।
ওয়েট ড্রিম হলে ভয় বা সংকোচের কিছু নেই। বরং তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমার পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি।
চলো, ওয়েট ড্রিম নিয়ে আরো কিছু তথ্য জেনে নিই এই মোশন গ্রাফিক্স ভিডিয়োর মাধ্যমে।