সুস্থ বিনোদনে দেশীয় খেলা (পর্ব ০৫)

ওপেন টু বাইস্কোপ 

দেশীয় খেলাধুলার মাঝে ওপেন টু বাইস্কোপ অন্যতম জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে শিশু-কিশোরদের মাঝে। 

বর্তমান সময়ে এই খেলার প্রচলন অনেক কমে গেলেও তোমরা যদি খেলার নিয়ম জানো এবং বন্ধুরা মিলে এই খেলাটিতে অংশ নাও, তবে অনেক আনন্দ পাবে আশা করি। 

খেলার নিয়ম 

খেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করার প্রয়োজন পড়ে না। তবে কমপক্ষে ৬-৭ জন হলে ভালো। আর সংখ্যা আরো বেশি হলে তো খুবই ভালো। 

খেলার প্রথমে দুজন রাজা নির্বাচন করতে হবে। রাজা নির্বাচন হয়ে গেলে বাকিরা একজনের পেছনে আরেকজন দাঁড়িয়ে যাবে। দাঁড়ানো সবাই তাদের সামনের জনের দুই কাঁধে দুই হাত রাখবে। লাইনটা দেখতে তখন রেলগাড়ির মতো লাগবে। 

এবার রাজা দুজন নিজেদের মাঝে কিছুটা জায়গা রেখে পরস্পর পরস্পরের সামনে দাঁড়িয়ে পড়বে। রাজা দুজন দুজনের হাত ধরবে, হাত উঁচু করে। অনেকটা তোরণের মতো করে। 

বাকিরা তখন লাইন ধরে একটি ছড়া বলতে বলতে রাজাদের মধ্যে দিয়ে যাবে। ছড়াটা হলো – 

“ওপেন টু বায়োস্কোপ 

নাইন টেন তেইশ কোপ

সুলতানা বিবিয়ানা 

সাহেব-বাবুর বৈঠকখানা 

সাহেব বলেছে যেতে 

পানের খিলে খেতে 

পানে তে মৌরি বাটা 

স্প্রিংয়ের চাবি আঁটা 

যার নাম মণিমালা 

তারে দেব মুক্তার মালা।”

ছড়াটা বলতে বলতে তারা তোরন পার হয়ে আবার ঘুরে তোরন পার হবে। ছড়াটি যখন শেষ হয়ে আসবে, অর্থাৎ ছড়াটির একদম শেষে যে তোরনের মাঝে থাকবে, তাকে দুজন রাজা তোরনের মাঝেই আটকে ফেলবে। 

এরপর রাজারা তাকে জিজ্ঞেস করবে, সে কোন রাজার দলে যোগ দিতে চায়। তার পছন্দ অনুসারে তখন সে একজন রাজার দলে যোগ দিবে। এভাবে যে রাজার দলে লোক সংখ্যা বেশি হবে, সেই দলই বিজয়ী হবে।

– শারমিন কবীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *