ঢাকায় পরিবারের সাথে ঘুরতে যাওয়ার জন্য ১০ টি সুন্দর জায়গা
ফ্যামিলি টাইম মানেই দারুণ সব প্ল্যান। ঢাকাতেই রয়েছে এমন অনেক স্পট যেখানে বন্ধু ও পরিবারসহ ঘুরে সময়টা মজাদার করে তোলা যায়। কিন্তু প্ল্যান বানাতে গেলে ঘুরে আসার জন্য মজাদার জায়গা খুজে পেতে শুরু হয় খোঁজাখুঁজি। চলো, টিনএজারদের জন্য ঢাকার ভেতরে ঘুরতে যাওয়ার ১০টি জায়গার কথা জেনে নেই।
Playard Courtside ( 100 feet Road Madani Ave, Dhaka 1206)
ইন্ডোর গেমিং, VR এক্সপেরিয়েন্স আর ইন্টারঅ্যাকটিভ আর্ট – ফ্রেন্ড বা কাজিনদের সঙ্গে কাটানোর জন্য একদম মজার হাই-টেক দিন। এখানে ঢুকেই মনে হবে তুমি কোনো ফিউচারিস্টিক সিনেমায় চলে এসেছো। গেমিং এর মাঝে মাঝে ছবি তোলা ভুলো না যেন।

জাতীয় জাদুঘর (শাহবাগ)
ঐতিহাসিক vibe, আর্ট গ্যালারি আর দারুণ সব এক্সিবিশন, ঘোরাঘুরি আর ফটোশুট দুই-ই একসাথে। ট্র্যাডিশনাল পোশাক পরে গেলে ইনস্টাগ্রাম স্টোরি চমৎকার হবে। কালচার আর আর্ট পছন্দ হলে, ঈদের ছুটিতে একবার ঢুঁ মেরে দেখা যেতেই পারে।


Court Side (বসুন্ধরা)
বিকেলের ঈদ আড্ডা আর খাওয়া-দাওয়ার জন্য পারফেক্ট জায়গা। শেফ’স টেবিলে খাওয়া দাওয়া আর মিউজিক। বন্ধুদের সাথে একসাথে কফি খাওয়ার ফিলটাই আলাদা। এখানে ইনস্টা স্টোরি, রিলস বানানোর জন্য লাইটিংও থাকে দারুণ।


নভোথিয়েটার (তেজগাঁও)
স্পেস আর সায়েন্স নিয়ে আগ্রহ থাকলে এখানে ঈদের ছুটি কাটানো যায় দারুণভাবে। থ্রিডি শো দেখে মনে হবে তুমি সত্যিই মহাকাশে ঘুরে বেড়াচ্ছো। সায়েন্স নাকি অ্যাডভেঞ্চার? এখানে দুটোই একসাথে।

Shahabuddin Park (গুলশান ২)
সবুজে ঘেরা শান্ত জায়গা, সকালে পরিবার নিয়ে হেঁটে বেড়ানো, আর ছবি তোলার জন্য ক্লাসিক লোকেশন। সকালে হাঁটতে হাঁটতে পাখির শব্দ আর ঠান্ডা বাতাস দিয়ে একটা রিফ্রেশিং স্টার্ট। ছোট্ট পিকনিক বানিয়ে ফেলা যায় অনায়াসে।

৬. হাতিরঝিল
রঙিন আলো, নৌকা ভ্রমণ, ওপেন ফুড কোর্ট, টিনএজারদের জন্য ঈদের দিনে ঘুরে আসার জন্য একদম পারফেক্ট জায়গা।

লালবাগ কেল্লা (পুরান ঢাকা)
ঐতিহাসিক এই জায়গায় ঘুরে দেখতে পারেন মুঘল স্থাপত্য, আর ইনস্টাগ্রামের জন্য এস্থেটিক সব ছবি! নিউমার্কেট বা শাহবাগ থেকে রিকশা বা উবার নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায়। লালবাগের ভেতরে ঢুকলেই সময় যেন পিছিয়ে যায় ৪০০ বছর!

ঢাকা চিড়িয়াখানা (মিরপুর)
পরিবার বা ছোট ভাইবোনদের নিয়ে ঘুরতে গেলে খুব মজা হবে। অনেক প্রাণী দেখা হয় আর ফটোশুট তো আছেই।এখানে ঢুকলেই একটা এক্সাইটমেন্ট – বাঘ, সিংহ, জেব্রা। রিয়েল লাইফ জঙ্গল মুভি ফিল নেওয়ার জন্য একটা আউটডোর অ্যাডভেঞ্চার।


ফুড স্ট্রিট (বনানী ১১)
ঈদের দিন বিকেলে স্ট্রিট ফুড ট্রিপ? হ্যাঁ, প্লিজ! এখানে তোমার প্রিয় ফুড চেইন খুঁজে পেতে পারবে সহজেই। হঠাৎ প্রিয় খাবারের কথা মনে হলেই বেশি ভাবার কিছু নেই। খুব সহজে ফুড চেইন খুঁজে পেতে পারবে।

ধানমণ্ডি লেক ও রবীন্দ্র সরোবর
বন্ধুদের সাথে আড্ডা, হাঁটা হাটি আর লাইভ মিউজিক। একটা একদম শান্ত ঈদের সন্ধ্যা কাটানোর স্পট। সরোবরের পাশে বসে গান আর গল্প, একদম সিনেমাটিক। লেকে নৌকায় উঠে সেলফি হতে পারে ঈদের বিকেলের বেস্ট মেমোরি।


ঈদ ঢাকাতে থাকলেও ফ্যামিলি ও ফ্রেন্ডস মিলে এই জায়গাগুলো ঘুরলে মজার মেমোরি গ্যারান্টিড। তাই দেরি না করে আমাদের সাজেশন থেকে বানিয়ে ফেলো তোমার প্ল্যান।
আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com
আপনি যদি একজন বাবা হয়ে থাকেন তাহলে Dads are Daughters’ Suphero : A Guide for Dads , হতে পারে বয়ঃসন্ধিতে আপনার মেয়েকে সাপোর্ট করার জন্য দারুণ একটি টুল। এই গাইডটি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে 7teen ফেসবুক পেইজে নক করলেই!






