কিশোরদের জন্য সেরা ১০টি বই
তোমার ভাবনার জগৎ কেমন? একটু রহস্য, কিছুটা অনুপ্রেরণা আর বেশ খানিকটা ইন্সপিরেশনের গল্প খুঁজছো? তাহলে ২০২৫ সালের এই সেরা ১০টি বইয়ের তালিকা তোমার জন্যই। তোমার বয়স এখন ভাবনার, প্রশ্নের আর স্বপ্ন গড়ার সময়। বই হতে পারে সেই বন্ধু, যে তোমার চিন্তাকে গভীর করবে, নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাকে এগিয়ে যেতে শেখাবে।
কিশোর-কিশোরীদের জন্য এমন কিছু বই রয়েছে যা শুধুই গল্প নয় এগুলো তাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হতে পারে। ২০২৫ সালে কিশোরদের জন্য সেরা ১০টি বই – জেনারেশন জেডের জন্য এক্সপ্লোরেশন লিস্ট:
Atomic Habits- James Clear
“Atomic Habits” – James Clear: ছোট ছোট অভ্যাস কিভাবে তোমার জীবন বদলে দিতে পারে, সেটা চমৎকারভাবে দেখিয়েছে এই বই। সেই অভ্যাসগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। এই বই শেখাবে কীভাবে নিজেকে বদলে ফেলা যায় একদম সহজভাবে।

Ikigai” – Héctor García & Francesc Miralles
“Ikigai” – Héctor García & Francesc Miralles: জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার জাপানি পদ্ধতি। খুব সহজ ভাষায় লেখা, ভীষণ ইনস্পায়ারিং। নিজের প্যাশন আর শান্তির পথ খুঁজে পেতে বইটি দারুণ সঙ্গী।

“চাঁদের পাহাড়” – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
“চাঁদের পাহাড়” – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: অভিযান, চ্যালেঞ্জ আর রহস্যের অসাধারণ মিক্স। পাঠকদের বোরিং হওয়ার সুযোগ নেই। পড়তে পড়তে মনে হবে তুমিও সেই অভিযানের একজন।

You Are a Badass” – Jen Sincero
You Are a Badass” – Jen Sincero: তোমার আত্মবিশ্বাস বাড়াতে এই বই অসাধারণ। একেবারে জেন-জি স্টাইলে লেখা। তোমার মধ্যে শক্তিকে জাগিয়ে তুলবে। এই বই পড়ে নিজেকে “cool” মনে হবে।

“I Am Malala” – Malala Yousafzai
“I Am Malala” – Malala Yousafzai: একজন কিশোরীর সাহসিকতার সত্যি গল্প। ইনস্পায়ার হওয়ার জন্য পারফেক্ট। এক কিশোরীর সাহসী কণ্ঠে, ন্যায়ের পক্ষে আওয়াজ তোলার গল্প। বইটি পড়লে মনে হবে, “আমিও কিছু বদলাতে পারি!”

“তিন গোয়েন্দা”- রকিব হাসান
“তিন গোয়েন্দা”- রকিব হাসান: গোয়েন্দাগিরি, রহস্য আর বন্ধুত্বের টানটান উত্তেজনায় ভরপুর। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারফেক্ট সিরিজ। অ্যাডভেঞ্চারে ভরপুর দারুণ সিরিজ। তিন বন্ধুর কাণ্ডে হাসিও পাবে, উত্তেজনাও।

“দীপু নাম্বার টু”- মুহম্মদ জাফর ইকবাল
“দীপু নাম্বার টু”- মুহম্মদ জাফর ইকবাল: দীপুর স্কুল, বন্ধুত্ব, সাহস আর রোমাঞ্চে ভরা কাহিনী। বই পড়ায় অনাগ্রহী কিশোররাও মজা পাবে। দীপুর স্কুল জীবন আর সাহসিকতা দিয়ে ভরপুর মজার কাহিনি।
তুমি নিজের জীবন খুঁজে পাবে এই গল্পে।

“The Diary of a Young Girl” – Anne Frank
“The Diary of a Young Girl” – Anne Frank: একটি কিশোরীর চোখে যুদ্ধ আর সাহসের কাহিনি। এক কিশোরী যুদ্ধের সময় কীভাবে বেঁচে ছিল তার ডায়েরি থেকে জানা যাবে। দুঃসময়ে কেমন সাহসী হতে হয়, এই বই থেকে শেখা যায়।

“অন্যভুবন” – হুমায়ুন আহমেদ
“অন্যভুবন” – হুমায়ুন আহমেদ: বিজ্ঞান আর কল্পনার দারুণ মিশ্রণ – বাংলায় জেন-জেড ফেভারিট। দুর্দান্ত থ্রিল মিলিয়ে এক অন্যরকম বই। তরুণ মস্তিষ্কের জন্য পুরোপুরি মজাদার অভিজ্ঞতা।

১০. “ছেলেদের দুরন্ত বয়ঃসন্ধিকাল” – Wreetu well-being Foundation
বইটি ছেলেদের শরীর ও মানসিক পরিবর্তন নিয়ে সহজ ভাষায় কথা বলে। বয়ঃসন্ধির সময় যা যা বদলায়, বয়ঃসন্ধিতে কীভাবে নিজেকে সাপোর্ট করতে হবে তা নিয়ে সহজ ভাষায় বলা হয়েছে এখানে।
নিজেকে বুঝতে ও মানসিকভাবে প্রস্তুত হতে দারুণ কাজে দেয় এই বই।

এই দশটি বই শুধু বিনোদন নয়, বরং নিজের ভেতরটা চিনে নেওয়ার, সমাজকে বুঝে ওঠার আর নতুনভাবে ভাবার চাবিকাঠি। বইগুলো তোমাদের সাহসী যাত্রার অংশ হতে পারে। তুমি রেডি তো, নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে? তো চল শুরু করি, নতুন গল্প, নতুন অভিজ্ঞতা আর নতুন তুমি খুঁজে পাওয়ার এই পথচলা।
আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com
ওহ, মেয়েদের দুরন্ত বয়ঃসন্ধি বইটিও কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে 7teen ফেসবুক পেইজে নক করলেই!






