আজকাল ফেসবুক আমাদের জীবনের একটা বড় অংশ। বন্ধুদের সাথে যোগাযোগ, ছবি শেয়ার, মিম, এমনকি পড়াশোনার আপডেট, সবই চলে এখান দিয়ে। কিন্তু যদি হঠাৎ দেখো তোমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারছো না, অথবা অজানা পোস্ট, মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে, তাহলে সাবধান! এটা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, তবে দ্রুত কিছু কাজ করতে হবে।
রিপোর্ট করো
প্রথমেই ফেসবুকের “www.facebook.com/hacked” লিংকে গিয়ে রিপোর্ট করো। এটা হ্যাকড অ্যাকাউন্ট রিকভারি করার অফিসিয়াল উপায়।
পাসওয়ার্ড চেঞ্জ করো
যদি অ্যাকাউন্টে ঢুকতে পারো, সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করো। শক্ত পাসওয়ার্ড দাও। যেমন সংখ্যা, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর ও চিহ্ন মিলিয়ে। “Where You’re Logged In” অপশন চেক করে অচেনা ডিভাইস থেকে লগআউট করে দাও।
Two-Factor Authentication চালু করো
দ্বিতীয়ত, দুই ধাপের ভেরিফিকেশন (Two-Factor Authentication) চালু করো। এতে হ্যাকার শুধু পাসওয়ার্ড জানলেই ঢুকতে পারবে না। তোমার ইমেইল ও ফোন নাম্বার আপডেট করো যেন রিকভারি সহজ হয়। বন্ধুদের জানাও যে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, যাতে কেউ সন্দেহজনক মেসেজ পেলে ভুল বোঝে না।
অজানা লিংকে ক্লিক করো না
অবশেষে, ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। কখনো অজানা লিংকে ক্লিক করো না, এসব দুষ্ট লোকদের কাজ। লিংকে ক্লিক করলেই তোমার সব তথ্য অন্য কারো হাতে চলে যেতে পারে।
তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে শুধু তুমি না, তোমার বন্ধুরাও ঝুঁকিতে পড়তে পারে। অনেকেই ভাবে, “আমার অ্যাকাউন্টে তো তেমন কিছু নেই!” কিন্তু বাস্তবে হ্যাকাররা এসব ব্যবহার করে ভয়ংকর কাজ করতে পারে। যেমন, তোমার পরিচয় ব্যবহার করে প্রতারণা করতে পারে। তোমার পুরানো মেসেজ, ছবি, নাম্বার বা ইমেইল ব্যবহার করে অন্য অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তোমার নামে বাজে পোস্ট করতে পারে। তোমার প্রোফাইল ব্যবহার করে অন্যদের ফোন বা ডিভাইসে ভাইরাস পাঠাতে পারে।
নিয়মিত সিকিউরিটি চেক-আপ করো।
যতই বিশ্বাসযোগ্য মানুষ হোক না কেন, কোনো সময়, কোনো অবস্থায় কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করো না। নিয়মিত সিকিউরিটি চেক-আপ করো।
ফেসবুক মজা করার জায়গা, তবে মনে রাখতে হবে কেউ যেন তোমার তথ্য নিয়ে তোমাকে মানসিক চাপ না দিতে পারে। তাই নিরাপদ থাকাটাও তোমার দায়িত্ব। ইন্টারনেটে আমরা অবশ্যই প্রতিনিয়ত থাকব আর জানব তবে, বিপদমুক্ত থেকে।
আশা করি এই লেখাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকরম আরো মজার মজার আইডিয়া জানতে এবং ব্লগ পড়তে ভিজিট করো the7teen.com
ওহ, মেয়েদের দুরন্ত বয়ঃসন্ধি বইটিও কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে 7teen ফেসবুক পেইজে নক করলেই!